সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাটে এক অগ্নিকান্ডের ঘটনায় ৬টি দোকান ঘর ভস্মিভুত হয়েছে। গত রোববার দিবাগত গভীর রাতে বাবলু মিয়ার হোটেলের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভির্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। আগুনে যাদের দোকান পুড়ে গেছে, তারা হলেন বাবলু মিয়া, ফুৃল মিয়া, এরশাদুল হক, গোলজার রহমান, আয়নুল হক ও নিজাম উদ্দিন। তারা জানিয়েছেন, তাদের ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।