এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দশ দোকান ঘর ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া বাজারে অগ্নিকান্ডটি সংঘটিত হয়। বাজারের পাহারদার লোকমান মিয়া জানান- রাত দেড়টার পর থেকে বালারছিড়া এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত আনুমানিক আড়াইটার দিকে বিদ্যুৎ আসে। এরপর একটি বিকোট শব্দ শুনতে পাই। এর কিছু ক্ষন পরই বাজারের আনিসুর রহমান ও বকুল মিয়ার হোটেল ঘরের উপর আগুনে শিখা দেখতে পাই। পরে আমি চিৎকার দিতে থাকি। স্থানীয় লোকজন ঘুম থেকে জেগে উঠে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দমকল বাহিনীর ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। নির্মিশের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দশটি দোকান। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সারকিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এই অগ্নিকান্ডটি সংঘটিত হয়। আগুনে নগদ টাকা, টিভি, ফ্রিজ, অটোবাইক, ব্যাটারি, গালামাল, মোবাইলসহ প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। যাদের দোকান ঘর পুড়ে গেছে তারা হলেন-আনিসুর রহমান (হোটেল), বকুল মিয়া (হোটেল), বাবলু মিয়া (কনফেকশনারি), তাজুল ইসলাম (মোবাইলের দোকান), নাজমুল মিয়া (মুদি দোকান), লিটন মিয়া (ইলেকট্রনিক), বিটু মিয়া (টেইলার), রাজেন কুমার (স্যালুন), নারায়ণ চন্দ্র (অটো মেশিনারিজ)।
ক্ষতিগ্রস্থ তাজুল ইসলাম জানান- তারা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পাহারাদার দোকানগুলো দেকভাল করেন। পরে রাতে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান- এখন তার চলার আর কোন পথ নাই। সে নিঃশ^ হয়ে গেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, থানার ওসি (তদন্ত) ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নুরুন্নবী সরকার, রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এদিকে ক্ষতিগ্রস্থ দোকানদারগণ সবকিছু হারিয়ে পথে বসেছেন।