সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবাধে চলছে বালু উত্তোলন। উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) সামিউল আমিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি স্যালো মেশিন জব্দ করেছে।
বিভিন্ন কারনে অকারনে এক শ্রেনির অসাধু ব্যবসায়ি সরকারি বিধি নিষেধ অমান্য করে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করে আসছে। গত এক সপ্তাহের ব্যবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে পাঁচটি স্যালো মেশিন জব্দ করে নিয়ে আসে।বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবর্নদহ গ্রামের আব্দুল হাতেম মিয়ার ছেলে আব্দুল গফ্ফার মিয়াকে আটক করে নিয়ে আসে। পরে ভ্র্যামমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।