সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়। শুক্রবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কমিটি গঠনকালে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন রংপুর মহানগর সহকারি কমান্ডার আলহাজ্ব হাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এ্যাডঃ ইস্তেকুর রহমান সরকার, উপজেলা সভাপতি বাবলু মিঞা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এসময় আরোও বক্তৃতা দেন বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস মিয়া, শামছুল আলম, সংসদ সন্তান কমান্ড ছাইদুর রহমান, মেহেদী হাসান রিগান, আঃ হাই মিয়া ও ওয়ারেছুর রহমান মন্টু প্রমূখ। শুরুতে উপস্থিত সকলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এবং শেষে সোনারায় ইউনিয়নে কবীর উদ্দিন সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বামনডাঙ্গা ইউনিয়ন সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি তহফিকার আল মামুন।