
বগুড়া জেলার সারিয়াকান্দি যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ১২ ঘন্টায় সারিয়াকান্দির যমুনা পয়েন্টে ২৫ সেন্টিমিটার থেকে ১ সেন্টিমিটার কমে আজ সকালে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীর গতিতে কমায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বাড়ছে। বন্যা কবলিত এলাকার লোকজন বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বাঁধে আশ্রয় নেয়া পরিবার গুলোকে তাদের গবাদি পশু নিয়ে গাদাগাদি করে বসবাস করতে দেখা গেছে।
বন্যার কারণে ৪০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান বন্যায় পানি প্রবেশ করায় ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান বন্ধ হয়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান উপজেলার কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, হাটশেরপুর ও সারিয়াকান্দি এ ৯টি ইউনিয়নের ৫০টি গ্রামের ১০ হাজার পরিবারের ৪০ হাজার মানুষ পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান বন্যায় উপজেলার পাট, ধান, সবজি ও বীজতলাসহ ৩হাজার ৩শ ৪০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ক্ষতি হয়েছে। তার মধ্যে ২হাজার ৩০ হেক্টর জমির পাট, ১হাজার ২শ ৫০ হেক্টর জমির আউশ ধান, ৩৫ হেক্টর জমির সবজি এবং ২৫ হেক্টর জমির বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে।সূত্র- বাসস