গাইবান্ধা প্রতিনিধিঃ স্থানীয় বিরোধের জের ধরে গাছের সাথে শত্র“তা করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি মেহগনি বাগানের প্রায় অর্ধশতাধিক গাছ ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে।
শুক্রবার সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ওয়াজেদ সরকারের সাথে প্রতিবেশী মৃত হবিবর রহমানের ছেলে জাকিরুল ইসলামের গ্রাম্য সামাজিক বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে জাকিরুল ইসলাম ও তার লোকজন নিয়ে গাছ বাগানের রোপনকৃত প্রায় অর্ধশতাধিক মেহগনি গাছ ভাঙচুর পূর্বক ক্ষতিসাধন করে।
ক্ষতিগ্রস্থ ওয়াজেদ বলেন, অভিযুক্ত জাকিরুল ইসলাম আমাকে প্রায়ই হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার মূল্যের গাছ ক্ষতিসাধন হয়েছে।
এবিষয়ে ওয়াজেদ সরকার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই হারুন-অর রশিদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।