গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বদলাগাড়ী ইউনিয়নের বনগ্রাম এলাকায় পল্লী বিদ্যুতের ভাঙ্গা খুটির ঝুলন্ত তারে জড়িয়ে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে মাজেদা বেগম (৪৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত মাজেদা বেগম ওই গ্রামের মৃত বিলু খাঁ’র স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাজেদা বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পার্শে¦র সোলাগাড়ী বিলে যায়। সেখানে পল্লী বিদ্যুতের ভাঙ্গা খুটির তারগুলো নিচে হেলে পড়া অবস্থায় ছিল। অসাবধান:বসত ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসির অভিযোগ, ভাঙ্গা খুটিটি অপসারণ করে নতুন খুটি স্থাপনের জন্য সাদুল্যাপুর সাব-জোনাল অফিসে একাধিকবার আবেদন করলেও কোন কাজ হয়নি। সংশ্লিষ্ঠ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে সোমবার দুপুরে মাজেদা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সাদুল্যাপুর-তুলসীঘাট সড়কের বদলাগাড়ী নামক স্থানে অবরোধ করেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হেয়ালীপনার কারণে বর্তমানে এলাকাবাসীর মাঝে থমথম উত্তেজনা বিরাজ করছে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, উক্ত স্থানে বিদ্যুৎ ¯পৃষ্ঠে মাজেদা বেগমের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।