গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারী সিন্ধান্ত অনুযায়ী সাদুল্যাপুর উপজেলার অভিযুক্ত মুক্তিযোদ্ধা ও নতুন ভাবে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য অনলাইনে আবেদনকারীদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। দুই ক্যাটাগড়িতে ১৩৩ জনের মধ্যে ৮ জন বৈধতা পেয়েছেন বলে ইউএনও রহিমা খাতুন জানিয়েছেন ।
বুধবার সকালে সাদুল্যাপুর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন জানান, সাদুল্যাপুর উপজেলায় অভিযুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন ৫৪ জন এবং মুক্তিযোদ্ধা হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন ৭৯ জন। যাচাই-বাছাই শেষে অভিযুক্ত ৫৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে বৈধতা পেয়েছেন ৩ জন। অনলাইনে আবেদনকারী ৭৯ জনের মধ্যে বৈধতা পেয়েছেন ৫ জন।