গাইবান্ধা প্রতিনিধি: প্রথমবারের মতো গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রহিমা খাতুন। তিনি সোমবার বিকেলে সাদুল্যাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সাদুল্যাপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাদুল্যাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও (সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়) আবু রায়হান দোলন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা। সভায় সাবেক সভাপতি মাহামুদুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জিল্লুর রহমান পলাশ, আমিনুল ইসলাম, আবদুর জোব্বার আকন্দ, তোফায়েল হোসেন জাকির, ছোলায়মান সরকার, মাসুদ মো. আনোয়ার হোসেন, আসাদুজ্জামান শেখ, ছামছুল হক কাজল, জাহাঙ্গীর আলম ও নয়ন কুমার সাহা অংশ নেয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সাদুল্যাপুর উপজেলা শহরসহ বিভিন্ন এলাকার সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এসময় ইউএনও রহিমা খাতুন উপজলার আইনশৃঙ্খলাসহ সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। এ জন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
গত তিনমাস আগে ইউএনও মো. আহসান হাবীব পদোন্নতি পেয়ে এডিসি হলে রহিমা খাতুন সাদুল্যাপুর উপজেলায় যোগদান করেন। আহসান হাবীব বর্তমানে লালমনিরহাট জেলায় কর্মরত। সাদুল্যাপুরে আসার আগে রহিমা খাতুন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
রহিমা খাতুনের বাড়ি বগুড়া জেলায়। রহিমা খাতুনের স্বামী আবদুল হালিম ফুলছড়ি উপজেলার ইউএনও হিসেবে কর্মরত।