গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় গোপন টেন্ডারের মাধ্যমে উপজেলা প্রশাসনের ২ লক্ষ টাকা মূল্যের ১৭টি গাছ মাত্র ৪২ হাজার টাকায় বিক্রয়ের অভিযোগ উঠেছে। কাউকে কিছু না জানিয়ে পত্রিকা, মাইকিং এমনকি ঢোল সড়ত না করে গোপনে গাছগুলো নামমাত্র মূল্যে বিক্রি করেছে। জানাগেছে, সাঘাটা উপজেলা পরিষদ ক্যাম্পাসের সামনে নানা প্রজাতির এসব গাছ ওই এলাকার সৌন্দর্য বর্ধনে বেশ নজর কেড়েছিল। কিন্তু প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণের অযুহাতে অসাধু কর্মচারীদের পায়তারায় এলাকার এক ব্যক্তির নিকট এসব গাছ মাত্র ৪২ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। বাজারে এসব গাছের মূল্য প্রায় ২ লক্ষ্য টাকা। গত শুক্রবার গাছগুলো কেটে নিয়ে যেতে দেখা গেছে। উপজেলা শহরের কাঠ ব্যবসায়ীরা জানান, গাছগুলোর বিক্রয় এর ব্যাপারে আমরা কিছু জানিনা। এব্যাপারে কথা হলে উপজেলা ফরেষ্টার মিজানুর রহমান জানান, মার্ক করা ১১টি গাছ কাটার কথা। কিন্তু ১৭টি কাটা হলো কেন বুঝলাম না। কাঠ ব্যবসায়ী খোকন মিয়া ১৭টি গাছ কাটার কথা স্বীকার করছেন। এ বিষয়ে নিলামে গাছ ক্রয়ের মালিক ছানা মিয়া জানান, ১৭টি গাছ ৪২হাজার টাকায় নিয়ে আমরা ঠকেছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু বলেন, এ ব্যাপারে একটি চিঠি পেয়েছি, টেন্ডার কিংবা প্রচারের বিষয়ে আমি জানিনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়নি, তবে নোটিশের মাধ্যমে সবাইকে অবগত করা হয়েছে।