গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মরহুম এবিএম সিদ্দিকুর রহমান পুটুর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বোনারপাড়া জাতীয় শ্রমিকলীগ অফিসে উপজেলা আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা দুদু’র সভাপতিত্বে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মরহুম সিদ্দিকুর রহমান পুটুর বিভিন্ন দিক তুলে ধরে বিশদ ভাবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, যুগ্ম সম্পাদক হাবিজার রহমান, প্রচার সম্পাদক শাহ মোঃ মোখলেছুর রহমান, আ’লীগ নেতা এনামুল হক বাবলু, সাবেক চেয়ারম্যান মফিজুল হক, রেল শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, বোনারপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আফজাল হোসেন, মশিউর রহমান মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান, বোনারপাড়া রেল শ্রমিকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক রায়হান কবির ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক দেলোয়ার হোসেন প্রমূখ ।