গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে এলজিইডির অংশগ্রহণ মূলক ক্ষুদাকার পানি স¤পদ সেক্টর প্রকল্পের আওতায় মফিজান উপ-প্রকল্পের রেগুলেটর ও ডাব্লিউএমসি’র শুভ উদ্বোধন শেষে সমিতির অফিস কার্যালয়ে শুক্রবার অবকাঠামো হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকছুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, জেলা সমবায় অফিসার তৌহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান মফিজুল হক, পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন মন্ডল, উক্ত সমিতির সভাপতি ছামছুল আলম, ঠিকাদার তৌহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে, সরকারীভাবে বরাদ্দকৃত উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী সহ তিন জন মুক্তিযোদ্ধার পাকাবাড়ী নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।