গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎ পৃষ্টে গতকাল রোববার ভোলা মিয়া (৫৬) নামের এক ব্যাক্তি মারা গেছেন। জানায়ায়, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পটলের ভিটা গ্রামের আনোয়ার হোসেনের মেশিনঘড় চুরি রক্ষা করার জন্য বৈদ্যতিক তার ঝুলিয়ে রাখে। সকালে মেশিন ঘড়ের ধার দিয়ে ওই গ্রামের ভোলা মন্ডল পায়ে হেটে যাওয়ার সময় সে বিদ্যুৎ পৃষ্টে হয় এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।