গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বন্যা দূর্গত লোকজনের মাঝে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি প্রদত্ত শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জুমারবাড়ী সালাফিয়া মাদ্রাসা মাঠ ও ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল এলাকায় পৃথক পৃথক ভাবে এসব খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভার:) নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন, জুমারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাহফুজার রহমান মাফু ও ছানা আকন্দ উপস্থিত ছিলেন।