গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে বোনারপাড়া হাকিমের মোড় আওয়ামী যুবলীগের কার্যালয়ে জুলফিকার রহমান লিখনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সাদুল্ল্যাপুর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শহিদুল্ল্যাহেল কবির ফারুক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মোক্তাদির রহমান রোমান, গাইবান্ধা সদর উপজেলা সাংস্কৃতিক জোটের সদস্য সচিব জাহাঙ্গীর কবির মিলন, এটিএম মুঞ্জুরুল ইসলাম বলাকা, শহিদুল ইসলাম মিঠু, সামাদুল আলম পিন্টু, হামিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সজীব কুমার অনুকুল, রঞ্জন কুমার মহন্ত, আরিফুজ্জামান বাবু, কলিম উদ্দীন, আব্দুর রাজ্জাক প্রমূখ। শেষে সর্ব সম্মতি ক্রমে জুলফিকার রহমান লিখনকে আহবায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম বলাকাকে সদস্য সচিব, ফেরদৌস আরা চৌধুরীকে যুগ্ন আহবায়ক, হামিদুল ইসলাম যুগ্ন আহবায়ক, তপন কুমার সরকার কে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে।