গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ও ঘুড়িদহ ইউনিয়নের বন্যার্ত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার সাঘাটা আধুনিক ডাক বাংলো চত্বরে ৪’শ বন্যার্ত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় গাইবান্ধার জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপ-সচিব একেএস মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সুজাউদ্দৌলা সুজা সহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।