গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জামায়াতের গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের নায়েবে আমির সহ ১৭ নেতা-কর্মীকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল ১০টার দিকে জামায়াতের নায়েবে আমিরের নেতৃত্বে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা গ্রামের জামে মসজিদে একটি গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, তদন্তকারী কর্মকর্তা কাউসার আলী ও বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উল্লিখিত স্থানে অভিযান চালায় এবং গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়ারেছ (৬৫) সহ ১৭ নেতা-কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হল- সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক এনামুল হক (৪৫), আব্দুল গফুর (৪৬), জাহিদুল ইসলাম (৪৮), আব্দুল ওয়াহেদ (৪২), আব্দুল হামিদ প্রধান (৪৭), নুরে আলম সিদ্দিক (৩৮), আবু ইমরান মোহাম্মদ ফজলে রাব্বী (৪২), জহুরুল ইসলাম (৫৭), কাজী আজাদুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৭০), আব্দুল মালেক (৫৬), জিল্লুর রহমান (৪৮), সামছুল ইসলাম দুদু (৬৫), আমজাদ হোসেন (৪৮), নুরুল ইসলাম (৪৪) ও সিদ্দিক হোসেন (৫৫)। এদের বাড়ী সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে এবং জামায়াতের সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে।