গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার বোনারপাড়া সাবরেজিষ্ট্রি অফিস চত্ত্বরে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. এএইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি শাহ-আলম মন্ডল, সহ সভাপতি জাহিদুল ইসলাম সূর্য, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহ সভাপতি অধ্যপক মমিতুল হক নয়ন, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন সুইট, জাপা নেতা আহসান হাবীব লায়ন, আহসান হাবীব রোজ, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, আব্দুর রহমান, শাহিনুর ইসলাম শাহিন, খন্দকার নুরুল ইসলাম, আনিছুর রহমান, ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন আসাদুল ইসলাম । যোগদান ও আলোচনা সভায় উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদল ও আওয়ামী ছাত্রলীগ সহ বিভিন্ন দল থেকে চার শতাধিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। শেষে একটি মিছিল বোনারপাড়ায় বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।