গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় আদালতের রায় প্রাপ্ত ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা, বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় নারী শিশু সহ চার জন আহত হয়েছে। আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে জানাযায়, সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা গ্রামের একরামুল হক মন্ডল মৃত্যুর পর তার ছেলে এমরান হক পিজন মন্ডল ওয়ারিশ সূত্রে আদালতের রায় মোতাবেক ১ একর ৩০ শতাংশ জমির মালিক হন। উক্ত জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল। এদিকে গত ২২ জুলাই একরামুল হকের বোন ও আরেক ছেলে সুজন মন্ডলসহ ৬-৭জন ভাড়াটে সন্ত্রাসীরা উল্লেখিত জমি বে-দখলের চেষ্টা চালায়। এ সময় পিজন মন্ডলের স্ত্রী রাহাতুন্নাহার পপি ও পাঁচ বছরের শিশু সিয়ামকে নিয়ে জমিতে গেলে শিশু পুত্রসহ তাকে মারপিট করে। খবর পেয়ে স্বামী পিজন মন্ডল এগিয়ে গেলে তাকেও মারপিট করে। পরে শ্যালক কাওছার কবির সাঘাটা বাজারে গেলে তাকেও মারপিট করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় এমরান হক পিজন মন্ডল বাদী হয়ে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করলে গতকাল থানার এসআই রবিউল ইসলাম ঘটনাস্থল তদন্ত করে। এ ব্যাপারে এমরান হক পিজন মন্ডল এ প্রতিবেদককে জানান, থানায় অভিযোগ করায় এনাম মন্ডলের নির্দেশে আসামীরা আমাদের উপর্যোপরি হুমকী দিয়ে আসছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি।