গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে বাড়ীতে হামলা, ভাংচুর, গাছপালা কর্তন, লুটপাট ও মারপিটের ঘটনায় ২ জন আহত হয়েছে।
অভিযোগে জানা গেছে, সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কছিম উদ্দীন বেপারীর পুত্র জাহিদুল গংদের সাথে একই গ্রামের জহুরুল বেপারীর পুত্র দাঙ্গাবাজ এনামুল গংদের দীর্ঘদিন থেকে ১০ শতাংশ জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। ঘটনার দিন গত সোমবার দাঙ্গাবাজ এনামুল গংরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইলিয়াছ, এয়াকুব আলী, বাউরা সহ ১৫-২০জন সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জীত হয়ে জাহিদুল গংদের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে ৩টি বাড়ী গুড়িয়ে দেয়। প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে এবং বাক্সে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতে বাধা দিলে হাছিনা বেগম (৪০) ও এজেদা (৩৫) কে বেদম মারপিট করে আহত করে। এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবার খোলা আকাশের নিচে দিনাতীপাত করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। এ বিষয়ে জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী জানান, শুনেছি এনামুল গংরা মামলার রায় পেয়েছে। কিন্তু কতটুকু সত্য তা আমার জানানেই। ভাংচুরের ঘটনা শুনেছি।