গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় অপরিকল্পিতভাবে চলাচলের রাস্তার ধারে গাছ কাটার সময় কর্তনকৃত গাছের চাপায় আনোয়ার হোসেন (২৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাযায় উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের মোংলার দারাপাড়ে যাদুরতাইড় গ্রামের সাবেক ইউপি সদস্য আলম মিয়া আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও শরিফুল ইসলাম তাদের লাগানো ইউকলিপটাস গাছ বৃহস্পতিবার দুপুরে কর্তন করছিল। কিন্তু জন চলাচল বন্ধসহ অদক্ষ কাঠ মিস্ত্রি দ্বারা গাছ কাটছিল। এ সময় একই গ্রামের আব্দুল জোব্বার আকন্দের ছেলে কৃষক আনোয়ার হোসেন ছাগল নিয়ে মাঠে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্রই কর্তনকৃত গাছ আনোয়ার হোসেনকে চাপা দেয়। এতে তার মাথা থেতলিয়ে যায় এবং মাথা হতে মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। কৃষক আনোয়ার হোসেন দরিদ্র হওয়ার সুযোগ বুঝে মর্মান্তিক হত্যাকান্ডটিকে সাধারণ মৃত্যুর মত চালিয়ে নেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন এলাকার একটি মহল। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করেছে। সরেজমিনে গেলে যাদুরতাইড় গ্রামের রহিমা বেগমসহ অনেকেই জানান, ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন আনোয়ার হোসেন।