খবরবাড়ি ডেস্কঃ সাংবাদিক নামধারী সন্ত্রাসী কর্তৃক সরকারি কাজে বাঁধাদান এবং পলাশবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট থেকে তদন্তকালিন গুরুত্বপূর্ণ কাগজপত্র সন্ত্রাসী কায়দায় ছিনতাইয়ের প্রতিবাদে সোমবার পলাশবাড়ি চৌমাথায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ি উপজেলা জাসদ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
পলাশবাড়ি উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা, সাবেক এমপি ও আ’লীগ নেতা আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ি উপজেলা আ’লীগ সভাপতি আবু বক্কর প্রধান, আ’লীগ নেতা অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাইফুল ইসলাম, শেখ তোতা, পলাশবাড়ি উপজেলা জাসদ সম্পাদক আব্দুল জলিল সরকার, শাহজাহান প্রধান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রুবেল, সম্পাদক মুরাদ হোসেন বাবু প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার জন্য দায়ী সাংবাদিক নামধারী সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত উলে¬খ্য যে, গত ১৯ জুন উপজেলার বরিশাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তদন্ত চলাকালে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে ঢোকে এবং সে একটি পক্ষ নিয়ে তদন্তে ও সরকারি কাজে বাধাদেন এবং শিক্ষা অফিসারকে হুমকি দিয়ে বিবাদী পক্ষের লিখিত জবানবন্দিসহ সকল কাগজপত্র সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে এবং দ্রুত পালিয়ে যায়।