খবরবাড়ি ডেস্কঃ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুকে দেশের শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গত ১৮ জুলাই রাজধানী ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের অডিটোরিয়ামে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে তৌফিকুল আমিন মন্ডল টিটু’র হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ ছাড়াও আয়োজক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সীমান্ত কালচারাল ফাউন্ডেশনসহ ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞাত প্রকাশ করেন। আগামীতে হোসেনপুর ইউনিয়নকে সকল প্রকার সেবা প্রদানের মাধ্যমে দেশের শ্রেষ্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।