খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বলেছেন, বেগম খালেদা জিয়া বিএনপির শীর্ষ নেত্রী হয়েও তিনি জামায়াতের দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে অতি উৎসুক। বিগত দিনে তাদের অব্যাহত সন্ত্রাস-নাশকতা ও জ্বালাও-পোড়াও করে পার পায়নি। তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। ফলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের ধারের কাছে পৌঁছতে পারবে না। উপজেলা ছাত্রলীগ আহবায়ক মেহেদী আজাদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ টাউনহলে শনিবার বাংলাদেশ ছাত্রলীগ পলাশবাড়ী উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদ সদস্য আরো বলেন, দেশের সিংহভাগ মানুষ শান্তিকামী। আওয়ামী লীগের উন্নয়নের ধারায় বিগত সংসদ নির্বাচনের ন্যায় দেশবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত মোঃ আব্দুল বাছেদ গালিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য তন্ময় আহম্মেদ মুন ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রেজাউদ্দৌলাহ প্রধান রেজা আকাশ। এর আগে ছাত্রলীগ উপজেলা শাখার সম্মেলনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা স্ব-স্ব সমর্থিত ছাত্রনেতাদের নিয়ে পৃথক র্যালী সদর প্রদক্ষিণ শেষে টাউনহল চত্ত্বরে সমবেত হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আব্দুল লতিফ আকন্দ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক রাহাদ মাহামুদ রনি ও শাহরিয়ার আহম্মেদ শাকিল।

এসময় জেলা আওয়ামী লীগ সদস্য মাহাবুব আলম, উপজেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, কেএম মতলুবর রহমান নান্নু, আলী রেজা মোস্তফা গোলাপ, এনামুল হক মকবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও ফিরোজ কবির সুমন উপস্থিত ছিলেন।
সম্মেলন পরিচালনার দায়িত্বে ছিলেন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক খন্দকার ফরহাদ হোসেন ও মোস্তাকিম সরকার বাবলা। সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক তৌফিক আহম্মেদ শাওন। পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে ৩ ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। সম্মেলনে উপস্থিত দায়িত্বশীল ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ পলাশবাড়ী উপজেলা শাখার চলমান আহবায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়। সেই সাথে পরবর্তীতে অনুমোদিত নতুন কমিটি নেতৃত্ব ঘোষণা করা হবে।