
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে একই এলাকার কিছু বখাটে যুবক। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা মিজানুর রহমানকে (৪০) মারধর করে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে তারা।
শনিবার দুপুরে আশংকাজনক অবস্থায় আহত মিজানুর রহমানকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাংঙ্গা পাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়েকে ওই এলাকার কয়েকজন বখাটে ধর্ষণ করে। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মিজানুর রহমান নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার জের ধরে বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান (৪০) বাউড়া বাজারে আসলে ধর্ষণ মামলার আসামি আব্দুল মালেক (৩৫) ও তার সহযোগী সাফিউল (২৮), রফিকুল (৩০), আব্দুল জলিল (৩১) তাকে মারধর করে এবং মামলা তুলে নেওয়া হুমকি দেয়। এসময় আসামিরা তার কাছ থেকে মামলা চালানোর জন্য এক লাখ টাকাও দাবি করে।
ওই দিন রাতে স্থানীয়রা আহত অবস্থায় মিজানুর রহমানকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আজ তার অবস্থার অবনতি হলে তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত মিজানুরের ভাই মাহামুদ আলম মামুন বলেন, ‘থানায় অভিযোগ করায় আমাকে এবং আমার দোকানের ওপর হামলা চালাবে বলে আসামিরা হুমকি দিয়েছে।’
বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি।’
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’