এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের ধান ব্যবসায়ি রবিউল হত্যার গ্রেফতারকৃত আসামি দুদু মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। সোমবার শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ বিচারক মইনুল হাসান ইউসুফ। এর আগে মামলা তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ৭ দিনের রিমান্ড চেয়ে সুন্দরগঞ্জ আমলি আদালতে আবেদন করে। পুলিশ ২০ জুন পশ্চিম ছাপরহাটি হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি হতে রবিউল হত্যার এজাহার নামীর আসামি দুদু মিয়াকে গ্রেফতার করে। দুদু মিয়া ওই গ্রামের কবির উদ্দিনের ছেলে। গত ১৮ জুন রাতে ধান বেচা-কেনার কথা বলে দুদু মিয়াসহ ৭/৮ জন পরিচিত ব্যবসায়ী ও কৃষক রবিউলকে ডেকে নিয়ে যায়। ওই রাতে রবিউল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ২০ জুন সকালে একই গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ির পিছনের একটি পুকুরে তার লাশ দেখতে পায় এলাকাবাসি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠায়। এনিয়ে নিহতের স্ত্রী বিলকিস বেগম ৯ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।