গাইবান্ধা প্রতিনিধিঃ রংপুর বিভাগের মধ্যে ২০১৫-২০১৬ অর্থ বছরে সর্বোচ্চ যাকাত আদায়কারী হিসেবে গাইবান্ধার তৎকালিন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালককে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। তৎকালিন জেলা প্রশাসকের পক্ষে সম্মাননা ক্রেষ্ট ও অন্যান্য পুরস্কার গ্রহণ করেন বর্তমান জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এছাড়া তৎকালিন পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের পক্ষে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মো. তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পক্ষে বর্তমান উপ-পরিচালক পুরস্কার গ্রহণ করেন।