গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার গাইবান্ধা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালী, পোনা মাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর পার্কের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এর আগে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আলিয়া ফেরদৌস জাহান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল দাইয়ান প্রমুখ। শেষে ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।