
ম্যানচেস্টার ইউনাইটেডে সদ্য যোগ দেয়া রোমেলু লকাকুকে সতর্ক করে দিয়ে ক্লাবটি ছেড়ে আসা স্ট্রাইকার ওয়েন রুনি বলেছেন, সেখানে সফল হতে হলে তার মানষিক দৃঢ়তা থাকতে হবে।
রেকর্ড পরিমান ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এভারটন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন লুকাকু। তার সঙ্গে আপাতত ৫ বছরের চুক্তি সম্পাদিত হলেও সেটি এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে ।
ইউনাইটেডে দীর্ঘ প্রায় ১৩ বছর কাটিয়ে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রুনি সেখান থেকে এভারটনে ফিরে এসেছেন। ৩১ বছর বয়সি এই ইংলিশ স্ট্রাইকার মনে করেন, হোসে মরিনহোর দলে নিজের যোগ্যতা দেখাতে পারবেন লুকাকু। তবে ওল্ড ট্রাফোর্ডে কোনভাবেই মানষিক দূর্বলতা দেখনো চলবেনা। সেরা নৈপুন্য প্রদর্শন করতে হলে তাকে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে।
রুনি সাংবাদিকদের বলেন,‘ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে হলে মানষিক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আপনাকে অবশ্যই মানষিকভাবে শক্তিশালী হতে হবে। যে কোন চ্যালেঞ্জের মোকাবেলা করার সামর্থ্য থাকতে হবে। ইউনাইটেড এমন একটি ক্লাব, যেখানে সব সময় সফলতার তাগিদ থাকবে। এই চ্যালেঞ্জ নেবার জন্য রোমলেুকে মানসিকভাবে যথেষ্ঠ শক্তিশালী থাকতে হবে। যদি তার মধ্যে সেটি গ্রহণের সামর্থ্য থাকে তাহলেই সফল হবে। যদি তার মধ্যে কিঞ্চৎ দ্বিধা ভর করে তাহলে সফলতা অর্জন করাটা বেশ কঠিন হয়ে যাবে।
আশা করছি সেরাটা পাওয়ার জন্য রোমলেুকে যারা দলুভুক্ত করেছেন তারা তাকে এই বিষয়ে সঠিক পথ দেখাবেন।’ সূত্রঃ বাসস