1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ী পৌরশহরের আমবাড়ীতে পৌর যুবদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে উপজেলার নাগরিক সংগঠনের ত্রৈমাসিক সভা হাসিনার ফাঁসির রা‌য়ে তারাগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের পাঁচ বছরের কারাদণ্ড তারাগঞ্জে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে “ভুয়া দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ

মানুষ-মানুষের জন্য:জীবন-জীবনের জন্য একটি মানবিক আবেদন-অতি দরিদ্র-অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মানুষ-মানুষের জন্য:জীবন-জীবনের জন্য। একটি মানবিক আবেদন।অতি দরিদ্র-অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লীর দরিদ্র জনগোষ্ঠির অতি দরিদ্র আব্দুল হক। নিজের জীবন-জীবিকার প্রতি চরম উদাসিন হলেও পরিবার-পরিজনের প্রতি সব সময়ই মনযোগি।
তবে;ভবঘুরে স্বভাবের।
ব্যকুল-উদাস মনের খাম-খেয়ালিপনায় পরিবারের অজান্তে মাঝে-মধ্যেই হক তার পরিবারকে না জানিয়েই নিরুদ্দেশ হয়ে যান। বাউলমনা হক কখনো মহাস্হান, কখনো সিলেট-আবার কখনো ভারতের আজমির শরীফসহ মাসের পর মাস দেশ-বিদেশের প্রখ্যাতসব পীর-আউলিয়ার মাজার-আস্তানায় মাথা ঠুকে-ঠুকে ঘুরে বেড়িয়ে থাকেন। সদরের অদূরে চক-শোলাগাড়ী গ্রামে মাথা গোজার মত রয়েছে এক চিলতে বসতভিটা। যেখানেই যান না কেন। পরিবারের প্রতিদিনের দু’-বেলা দু’ মুঠো অন্নের সংস্হানের দায়িত্ব-কর্তব্যের বিষয়টি সব সময়ই থাকে তার মাথায়। স্ত্রী অনেক আগেই মারা যান। ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বিয়েসাধি আর করেননি। ৩ মেয়ে ২ ছেলে নাতি-নাতনি নিয়েই তার সংসার। প্রয়োজনের তাগিদেই প্রায় ৬৫ বছর বয়সি কবিরাজ হক মাঝে-মধ্যেই বাড়ী থেকে বেরিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে হয়ে পড়েন নিরুদ্দেশ ।
স্ত্রী-সন্তানের প্রাত্যহিক ভরন-পোষনের ব্যয় মেটাতে হক সব-সময়ই সচেষ্ট। সারাক্ষন তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক করে স্ত্রী-সন্তান নিয়ে সকাল-দুপুরে খেয়েছি।কিন্তু রাতে খাবো কি? অর্ধাহারে-অনাহারে সকাল-দুপুর ও রাত চলে গেলেও চিন্তা করতে হয় কাল খাবো কি ? নুন আনতে যাদের পান্তা ফুড়ায়। তাদের আবার সঞ্চয় কিসের। পারিবারিক অবলম্বনের তাগিদ থেকেই ‘হক’ ব্যক্তি-জীবনে মানব সেবায় বেঁচে নেন কবিরাজি পেশা। সদরের গাইবান্ধা বাসষ্ট্যান্ড সংলগ্ন কালীবাড়ী বাজার রাস্তা ঘেঁষে মাটিতে চটি বিছিয়ে দীর্ঘ বছর ধরে বিভিন্ন গাছ-গাছরার(ভেষজ) মাধ্যমে হাঁটুরে সাধারন পথচারির মাঝে প্রাথমিক কবিরাজি চিকিৎসা সেবাদানের মধ্য দিয়ে যা আয় করেন তা দিয়েই কোন রকমে তার পরিবারের ভরন-পোষন চালিয়ে আসছিলেন।
এ অসহায়ত্বের ধারাবাহিকতায় নিজ বসত ভিঁটায় কোন রকমে মাথা গোঁজার ঠাঁইয়ের কুঠুরিঘরের টুডা-ফাঁটা টিন চুঁইয়ে জল পড়া বন্ধে মেরামত করতে গিয়ে টিন দিয়ে তার পা কেটে যায় গত ২ মাস আগে। তখন থেকেই অসুস্হ্য হতে থাকেন। বিভিন্ন চিকিৎসা চললেও সুস্হ্য না হয়ে সময়ের ব্যবধানে আরো গুরুতর অসুস্হ্য হয়ে পড়েন হক।
এমতবস্হায় ; দেখা দেয় রক্তশূন্যতা। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহনের ব্যর্থতা এবং পরিবার-পরিজনের মুখে দু’বেলা-দু’মুঠো অন্নের সংস্হানের চিন্তায় হক পরিবার হয়ে পড়েন হতাশাগ্রস্হ। অবশেষে গত একমাস আগে চিকিৎসার জন্য ভর্তি হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ( নতুন বিল্ডিং- ৩ তলা, ওয়ার্ড ৩১)। সেখানে দফায়-দফায় দেখা দেয় রক্তের( বি-পজেটিভ) প্রয়োজন।
হাসপাতাল বেডে শয্যাসায়ি কবিরাজ হক-সমাজের দয়াবান জনপ্রতিনিধি,দানশীল-দয়ালু ব্যক্তিত্ব,ব্যাংক-বীমা,সংস্হা-প্রতিষ্ঠান ও রাজনীতিকসহ বিত্তশালী পরিবারবর্গের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা সেবার মাধ্যমে সুস্হ্যতা ফিরে পাবার হক জন্য মানবিক আর্থিক সহায়তা কামনা করেছেন।
সরাসরি অর্থ পাঠাবার ঠিকানা- (হক)বিকাশ :০১৭৬৪-৯৫১-৪০১।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft