রাতভর মাদকবিরোধী অভিযানে পুলিশের গুলিতে ফিলিপাইনের একটি শহরের মেয়র এবং তার স্ত্রীসহ আরো ১০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে ওই অভিযান চালানো হয়।
আল জাজিরা জানিয়েছে, ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ঘোষিত ওই মাদকবিরোধী অভিযান শুরুর পর সর্বশেষ ওজামিজ শহরের মেয়র রেনাল্ডো পারোজিনগ নিহত হলেন। এর আগে এই মেয়র, তার মেয়ে এবং শহর কর্তৃপক্ষের আরো চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফিলিপাইন সরকার।
ওজামিজ অঞ্চলের পুলিশ সুপার টিমোটিও পেসলেব জানিয়েছেন, মেয়র রেনাল্ডোকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তার নিরাপত্তারক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন।
দুতের্তে মাদকবিরোধী অভিযান ঘোষণা করার পর গত বছরের আগস্টে মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে ১৬০ জন সরকারি দায়িত্বে থাকা ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়, মেয়র রেনাল্ডো তাদের একজন। তার স্ত্রী স্থানীয় প্রাদেশিক বোর্ডের একজন সদস্য। পুলিশের গুলিতে তিনিও নিহত হয়েছেন। রেনাল্ডোর মেয়ে এবং ওজামিজ শহরের ভাইস মেয়র নোভা ইকাভেসকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়রের বাড়িতে অভিযান চালিয়ে তারা গ্রেনেড, অবৈধ অস্ত্রের ভাণ্ডার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন। রেনাল্ডোর বিরুদ্ধে আগে থেকেই একটি দুর্নীতি মামলা চলছিল।
তাকে নিয়ে এ পর্যন্ত তিনজন মেয়র এই মাদকবিরোধী অভিযানে নিহত হলো। গত বছরের জুনে শুরু করা এই অভিযানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বরাবরই দুতের্তের এই অভিযানের সমালোচনা করে আসছে।