গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার সরকার আসলেই দেশে উন্নয়ন হয়। দেশের রাস্তা ঘাট, ব্রীজ কার্ভাট, শিক্ষাপ্রতিষ্টান নির্মান, কৃষি সহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়ে থাকে। এই উন্নয়নের অংশ হিসেবে মহিমাগঞ্জের পুনতাইর কানিপাড়া ভায়া রাখালবুরুজ রাস্তা পাকা করন হচ্ছে। আর বি এন পি জামাত সরকার আসলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ্য হয় এবং দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।
বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কাচা রাস্তা পাকা করনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথগুলো বলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্মœ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল বাসেদ গালীব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা প্রকৌশলী সূজন কুমার কর, বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী, জেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল লতিফ আকন্দ প্রমূখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।