
আগেই জানানো হয়েছে তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন অনন্ত জলিল। রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব মাওলানা উসামার সঙ্গে গত শুক্রবার থেকে তিন দিনের জামাতে আছেন। রোববার বিকেলে কুরআনুল করিম ইনস্টিটিউটের শিক্ষক এবং টিভির বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা গাজী সানাউল্লাহর সঙ্গে ফেসবুকে অনন্ত জলিলের কিছু ছবি পাওয়া গেছে।
মাওলানা গাজী সানাউল্লাহ জানান, তাকওয়া মসজিদের দস্তরখানে অনন্ত জলিলের সঙ্গে তার লম্বা আলাপ হয়েছে। এ সময় দ্বীনের প্রতি অনন্ত জলিল তার আন্তরিকতার কথা তুলে ধরেন। পাশাপাশি ইসলামের প্রচারে নিজেকে নিবেদনের ইচ্ছা জানান।

গাজী সানাউল্লাহ আরো জানান, অনন্ত জলিল সিনেমা করবেন। তবে এবার তিনি তার সিনেমার মাধ্যমে কিছু বার্তা তরুণদের কাছে পৌঁছে দেবেন। তিনি আশা করছেন, তার এসব বার্তা ইসলামের ব্যাপারে অনেকের মনে তৈরি হওয়া নানা ভুল ধারণা ভেঙ্গে দেবে।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় অনন্ত জলিল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আসেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম-কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।