সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোবরাব সুন্দরগঞ্জ ডি ডব্লি্্ুউ ডিগ্রী কলেজ মাঠে ভালবাসি সুন্দরগঞ্জের সভাপতি রেজাউল আলম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ গোলাম মোস্তাফা আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়ার, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক, অধ্যক্ষ এ কে এম এ হাবীব সরকার,সামিউর ইসলাম,দোলোযার হোসেন, প্রধান শিক্ষক আহসান হাবিব, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে টিভি অভিনেত্রী মমেনার একক নাটক পরিবেশিত হয।