1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় শারদীয় দূর্গাপূজা-উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ‎দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি ‎পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল বিএসএফ পলাশবাড়ীতে একই ব্যক্তির মালিকানাধীন দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ ‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রতিবন্ধী মহিলা নিহত পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভারতের রানে পিষ্ট হবার পথে শ্রীলংকা

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১৮ বার পড়া হয়েছে

গল টেস্টে শ্রীলংকাকে ফের রানের বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভারত। ১ম ইনিংসে ৬০০ রান সংগ্রহ করার পর আজ তৃতীয় দিন শেষে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৮৯ সংগ্রহ করেছে ভারত। ফলে ৪৯৮ রানের লীড নিয়েছে সফরকারী দলটি। অধিনায়ক বিরাট কোহলি এখনো অপরাজিত আছেন ৭৬ রানে।

এর আগে ওপেনার শিখর ধাওয়ানের ১৯০, চেতেশ্বর পূজারার ১৫৩ রানে ভর করে প্রথম ইনিংসে ৬০০ রান তুলে অলআউট হয় সফরকারীরা। জবাবে শুক্রবার তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপরই ২৯১ রানে ১ম ইনিংস গুটিয়ে যায় স্বাগতিক লংকানদের। অপরাজিত থেকে সর্বোচ্চ ৯২ রান সংগ্রহ করেন দিলরুয়ান পেরেরা। এছাড়া সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৩ এবং ওপেনার উপল তারাঙ্গা করেন ৬৪ রান।
সফরকারী ভারতীয় দলের হয়ে ৩ উইকেট নেন রাবিন্দ্র জাদেজা। ২উইকেট সংগ্রহ করেন মোহাম্মদ সামি। ফলে ১ম ইনিংস থেকে ৩০৯ রানের লীড পায় সফরকারী শীর্ষ র‌্যাংকধারীরা।
আগের দিন অবশ্য ১৫৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল শ্রীলংকা। ৪৪৬ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনে ১ম ইনিংসের ব্যাটিং শুরু করে শ্রীলংকা। হাতে ছিল ৫ উইকেট। তখনো ফলো-অন এড়াতে আরও ২৪৬ রান প্রয়োজন লংকানদের। কিন্তু আর মাত্র ১৩৭ রান করেই বাকী উইকেট গুলো হারায় শ্রীলংকা। যদিও তাদের ফলো অনে ফেলেনি ভারত।
৩০৯ রানের লীড নিয়েই আজ স
মধ্যাহ্ন বিরতির পর ২য় ইনিংসের ব্যাটিং শুরু করে তারা।
ইনিংসের ১৯ রানের মাথায় বিদায় নেন ওপেনার শিখর ধাওয়ান (১৪)। ইনিংসকে ৫৬ রানে রেখে ক্রিজ ছাড়তে বাধ্য হন ১ম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা (১৫)। এরপর অবশ্য দীর্ঘক্ষন ব্যাটিং করেছেন অভিনব মুকুন্দ ও অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষভাগে এসে ব্যক্তিগত ৮১ ও দলীয় ১৮৯ রানে বিদায় নেন মুকুন্দ। সেখানেই ইতি ঘটে তৃতীয় দিনের। অধিনায়ক কোহলি ৭৬ রানে অপরাজিত রয়েছেন। ফলে দিন শেষে ৪৯৮ রানের লীড নিতে সক্ষম হয় ভারত। হাতে রয়েছে ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস: ৬০০/১০, ১৩৩.১ ওভার (ধাওয়ান ১৯০, পূজারা ১৫৩, প্রদীপ ৬/১৩২)।
শ্রীলংকা ১ম ইনিংস : ২৯১/১০, ৭৮.৩ ওভার (পেরেরা ৯২ , ম্যাথুজ ৮৩, থারাঙ্গা ৬৪, জাদেজা ৩/৬৭, সামি ২/৪৫)।
ভারত ২য় ইনিংস: ১৮৯/৩, ৪৬.৩ ওভার (মুকুন্দ ৮১, কোহলি ৭৬*) সুত্র:বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft