গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, নদী ভাঙন রোধে বর্তমান সরকার সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ হিসেবে প্রায় ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে। স্বচ্ছতার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজটি করার পরিকল্পনা করা হচ্ছে। এ প্রকল্পটির কাজ শেষ হলে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে এ এলাকার মানুষ স্থায়ীভাবে রক্ষা পাবে।

বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে ভাঙন কবলিত মানুষের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান প্র্রকৌশলী মুহাম্মদ আলী, গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার, কঞ্চিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া, সাধারন সম্পাদক শামছুল আলম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান প্রমুখ। পরে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে উড়িয়া ইউনিয়নের কালাসোনা, কাবিলপুর এবং উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।