
ধনাঢ্য ব্যবসায়ী মুসা বিন শমশেরের বিরুদ্ধে ২ কোটি ১৭ লাখ টাকা কর ফাঁকির একটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
সোমবার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
গুলাশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, মামলার এজাহারে আমদানিকৃত বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ব্যবহারের ক্ষেত্রে মুসা বিন শমসের ২ কোটি ১৭ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন।
তিনি আরো জানান, বিতর্কিত ওই ব্যবসায়ী সুইস ব্যাংকে ৯৬ হাজার টাকা রয়েছে বলে একটি অস্পষ্ট বিবৃতি জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল মুসার ব্যবহৃত ‘রেঞ্জ রোভার ভোগ’ মডেলের গাড়ি আটক করে। গাড়িটি ভোলা বিআরটিএ থেকে শুল্ক পরিশোধের ভূয়া বিল অব এন্ট্রি দেখিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। উপরন্তু গাড়িটির রং নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। আমদানিকালে গাড়িটির রং ছিল সিলভার। রেজিস্ট্রেশনকালে পাওয়া গেছে সাদা রং। আর আটককালে দেখা গেছে, গাড়িটির রং কালো। শুল্ক গোয়েন্দার চোখ ফাঁকি দিতে গাড়িটির রং বারবার পাল্টানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।