দীর্ঘদিন প্রেমের সর্ম্পকের পর প্রেমিকা তাসনিম ইসলাম লিসার সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৩ বছর বয়সী বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
৩০ জুন, শুক্রবার খুলনা শহরের একটি ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার বিয়ে। পরিবারের সম্মতিতে দুজনের বাগদান করা হয়েছিল বেশ আগেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক পূর্বে। তখনই বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়।
সিলেট সুপার স্টারসে খেলার মাধ্যমে বড় পর্যায়ের নজরে আসা সোহান মূলত একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। উঠতি এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের অংশও, যদিও সেবার কোনো ম্যাচ খেলা হয়নি।