
নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামের একটি পুকুর থেকে দুই পরিবারের চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকেলে তারা নিখোঁজ হয়। রাত সাড়ে ৮টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
মৃত শিশুরা হলো- নারায়নপুর গ্রামের কৃষক শিমুলের ২ মেয়ে সন্ধ্যা (৫) ও রাত্রি (৩) এবং মিন্টু মিয়ার মেয়ে মেঘলা (৫) ও ছেলে রাব্বানি (৩)।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বিকেলে চার শিশু নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশাপাশে অনেক খোঁজাখুঁজি করে তাদের পায়নি। রাত সাড়ে ৮টার দিকে মিন্টু মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
পরে গ্রামের লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে। কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পরে বলে ধারণা ওসির।