
টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যেগে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি শামছুল আলমের সভাপতিত্বে সভা শুরু হয়। বেলা ১১টার দিকে সদ্য গঠিত জেলা বিএনপির পদবঞ্চিত অংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে হামলা করেন। সভাস্থল থেকেও তাঁদের প্রতিরোধে নেতা-কর্মীরা এগিয়ে যান। উভয় পক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। পুলিশ প্রেসক্লাব কমিউনিটি সেন্টার থেকে বিএনপির নেতা-কর্মীদের বের করে দেয়।