গাইবান্ধা প্রতিনিধিঃ যেকোন দুর্যোগে মোকাবলোয় বর্তমান সরকাররে সক্ষমতা আছে। এজন্য সরকাররে পূর্বপ্রস্তুতি আছে। যার কারনে একটি মানুষ বন্যা কিংবা নদীভাঙ্গন জনিত দুর্যোগে একদনিরে জন্য কষ্টভোগ করতে হচ্ছে না। বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজলোর মোল্লারচর ইউনিয়নে বন্যায় ক্ষতগ্রিস্ত মানুষরে মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন জাতীয় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এমপি। ওইদিন ব্রহ্মপুত্র নদে প্রচন্ড ঢেউ ও বাতাস উপক্ষো করে জীবনের ঝুকি নিয়ে ত্রাণ বিতরণ স্থলে পৌঁছান।
গাইবান্ধা সদর উপজলোর বন্যা দুর্গত মোল্লারচর ইউনয়িনের বিভিন্ন এলাকার অসহায় মানুষরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এমপি।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল-ডাল, তেল, লবণ, নলকূপসহ বিভিন্ন ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এসময় তাঁর সাথে ছিলেন, সদর উপজলোর নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌসী জাহান, সদর উপজলো আওয়ামী লীগরে সভাপতি রেজাজোউল করিম, জেলা আওয়ামী লীগ সাংগাঠনিক সম্পাদক মো. মৃদুল মোস্তাফিজ ঝন্টু, প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা আনিছুর রহমান, সদর থানার অফসিার ইনর্চাজ একেএম মেহেদী হাসান প্রমুখ।