গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা মানবকল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। তিনি বলেন, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ না করতে পারলে দেশের উন্নয়ন সমৃদ্ধি কখনই সম্ভব নয়। তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে বিরত রাখতে মানবকল্যাণ সংস্থার মত অন্যান্য সংগঠনকে এগিয়ে আসতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই সুন্দর সোনার বাংলা গঠন করবে। এজন্য তাদেরকে শিক্ষা ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে বড় করে তুলতে হবে।
এসময় অন্যান্যদে মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, কাউন্সিলর মো. শহীদ আহমেদ, মহিলা সংরক্ষিত কাউন্সিলর লাকি সুলতানা। মানবকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার শিশির দাস সাগরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক উত্তম সরকার, রোভার স্কাউটের আজারুল ইসলাম লালু, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন, জাসদ কলেজ শাখার ছাত্রনেতা রাকিব হাসান সীমান্ত প্রমুখ।