![]()
নিউজ ডেস্ক- রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহা উদ্দীন ইভানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব-১১।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
গত মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টির কথা বলে ওই তরুণীকে নিজ বাসায় নিয়ে যান ইভান। সেখানে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। বুধবার
দুপুরে এ বিষয়ে ওই তরুণী বনানী থানায় একটি মামলা (নম্বর-৮) দায়ের করেন।
মামলায় তিনি বলেন, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার রাত ৯টার দিকে তরুণীকে বাসায় যাওয়ার কথা বলে ইভান। ওই তরুণী যেতে না চাইলে তিনি তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন।
এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। এরপরই সেখান থেকে তিনি চলে আসতে চান। কিন্তু ইভান তাকে জোর করে রেখে দেয়। রাতের খাবারের পর নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ইভান তাকে ধর্ষণ করে। রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেওয়া হয়।