বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো নয়জন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল জলিল (৬৫)। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। অন্যদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ণব পরিবহনের একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। ঘটনাস্থলে গেলে বিপরীতমুখি ভুট্টা বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।