ছয় মুসরিম দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে ট্রাম্পের নিষেধাজ্ঞা ফেডেরাল কোর্টে ধাক্কা খেয়ে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মার্কিন প্রশাসন।
সিরিয়া, ইরাক, সোমালিয়ার মতো মুসলিম দেশ থেকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা শনিবারই শিথিল করার কথা বলেছিল হাওয়াই স্টেটের ফেডেরাল বিচারক। রাতারাতি পরিধি বড়ানো হয়েছিল ‘নিকট আত্মীয়ের’। বলা হয়েছিল, কর্মসূত্রে ওই ছ’টি দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের দাদা–দাদি, নানা–নানি, নাতি–নাতনি, চাচা–চাচি, ভাইপো–ভাইঝি কিংবা সম্পর্কিত ভাইবোনদেরও যুক্তরাষ্ট্রে আসতে দিতে হবে। শুক্রবার রাতে সেই রায়কে চ্যালেঞ্জ করল ট্রাম্প প্রশাসন।
মার্কিন অ্যাটর্নি জেনারেলের দাবি, নিম্ন আদালতের এই নির্দেশে দেশের নিরাপত্তা বিঘিœত হতে পারে। এতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি নাগরিকদের মধ্যেও অযথা বিভ্রান্তি বেড়েছে। কেবল একটি স্টেটের ফেডেরাল বিচারক এমন নির্দেশে খোদ প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আটকে দিতে পারেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছে হোয়াইট হাউস।
এই মুহূর্তে মার্কিন সুপ্রিম কোর্ট বন্ধ। তবে জরুরি ভিত্তিতে এমন সময়েও কোনও বিশেষ মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কূটনীতিকেরা। নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত শুনানি রয়েছে অক্টোবরে। সূত্রঃ বাসস