গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বন্যা দুর্গত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যা দুর্গত ৪০০ পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা আমিরুল ইসলাম, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার, উড়িয়া ইউপি সচিব এস.এম আকতারুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মান্নান, হায়দার আলী প্রমুখ। উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার বলেন, বন্যা ও নদী ভাঙনে অধিক ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়েছে। তুলনামূলক কম ক্ষতিগ্রস্তদেরও তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সকলকে ত্রাণ দেয়া হবে।