গাইবান্ধা প্রতিনিধিঃ মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভা চলাকালীন সময়ে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ভিডিও কনফারেন্সিং-এর মাদ্যমে যুক্ত হয়ে চলমান বন্যা সম্পর্কিত বিষয়সহ আইন শৃঙ্খলা, উপজেলা পরিষদ তহবিল ব্যবহার, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নসহ নানা বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।