গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ীতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণের চাল বিতরণ করলেন ডেপুটি স্পিকার। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন্যা দুর্গত ৬০০ পরিবারের মানুষের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণের ১০ কেজি করে চাল বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। এসময় তার সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, এরেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিয়ার রহমান প্রমুখ।