গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। রোববার দুপুরে মন্ত্রী গাইবান্ধা সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বন্যাদুর্গত ৬’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। বিপিএম, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।