গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে এডিপি প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফুলছড়ির আয়োজনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২ লক্ষ টাকার একটি প্রকল্পের মাধ্যমে আয়ববর্ধক কার্যক্রমের অংশহিসেবে অতিদরিদ্র ২৪টি পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা প্রকৌশলী এ.কে.এম আখতারুল আহসান, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, পারভেজ সাদেক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।